সারা বাংলা

ধান ক্ষেতে মিললো কিশোরীর লাশ 

পটুয়াখালীর মহিপুরের একটি ধানক্ষেত থেকে সাকিবুন নাহার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লতাচাপলী ইনিয়নের আলীপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়। 

মারা যাওয়া সাকিবুন নাহার একই  ইউনিয়নের মৃত ইমাম হোসেন মাঝির মেয়ে। 

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল বৃস্পতিবার সন্ধ্যায় সাকিবুন নাহার তার মায়ের সঙ্গে অভিমান করে আলীপুর বাজার থেকে নিখোঁজ হয়। রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে স্থানীয় লোকজন ধান ক্ষেতে সাকিবুন নাহারের লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মারা যাওয়া কিশোরীর লাশ  উদ্ধার করে নিয়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কিশোরীর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চলছে।