চাঁপাইনবাবগঞ্জকে তথ্য সমৃদ্ধ জেলা হিসেবে তুলে ধরতে প্রযুক্তি কাজে লাগিয়ে ‘আমার চাঁপাইনবাবগঞ্জ’ নামে অ্যাপ বানিয়েছেন আল আমিন। গুগলের প্লে-স্টোরে গিয়ে ইংরেজিতে ‘আমার চাঁপাইনবাবগঞ্জ’ লিখে সার্চ দিলে অ্যাপটি পাওয়া যাবে।
‘আমার চাঁপাইনবাবগঞ্জ’ মোবাইল অ্যাপে জেলার তথ্য, হটলাইন নম্বর; থানা পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সের চালকদের মোবাইল নম্বর, ব্লাড ডোনারদের তালিকা, হাসপাতাল, ডাক্তার ও জেলার দর্শনীয় স্থানসহ ২৯ ক্যাটাগরির সেবা পাওয়া যাবে। নাগরিকদের ভোগান্তি লাঘবে অ্যাপটি কার্যকরী বলে বলছেন জেলার সুশীল সমাজ।
আল আমিন জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া গ্রামের শাজাহান আলীর ছেলে। ২০২১ সালে অনূর্ধ্ব ১৮-তে রাজশাহী বিভাগে ক্রিকেট খেলেছেন আল আমিন। ক্রিকেটে জীবন গড়ার স্বপ্ন ছিল তার। তবে গরিব বাবা টাকা দিতে না পারায় থমকে যায় সেই স্বপ্ন। দীর্ঘদিনের অনুশীলন শেষে রপ্ত করেন অ্যাপ বানানোর কাজ।
দূর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দেখে জাতীয় দলের খেলোয়াড় আফিফ হোসেন একটি ব্যাট উপহার দেন আল আমিনকে। সেই উপহারের ব্যাট ৫০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। অ্যাপ বানানোর যাবতীয় কাজে খরচ করেন ওই টাকা। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক বলেন, চাঁপানবাবগঞ্জের সরকারি তথ্য বাতায়নে অনেক বিশেষ ব্যক্তির মোবাইল ফোনের নম্বর পাওয়া যায় না। প্রয়োজনের সময় এই অ্যাপটি অনেক কাজে দেবে।