সারা বাংলা

৯৯৯-এ ফোন করে পুলিশকে হয়রানি, গ্রেপ্তার ১

নোয়াখালীতে ৯৯৯–এ ফোন করে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানির অভিযোগে আনোয়ার হেসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন সদর উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

পুলিশ সুপার বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে আনোয়ার হোসেন জরুরি সেবার নম্বর ৯৯৯–এ ফোন করে জানান, তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এমন খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে যাওয়ার পর জানতে পারে, ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হেসেন স্বীকার করেছেন, মজা করার জন্যই তিনি ফোন দিয়েছিলেন।’

শহিদুল ইসলাম আরও বলেন, ‘এর আগেও আনোয়ার ৯৯৯–এ ফোন করে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করেছেন। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’