দেশের প্রথম গোল্ড রিফাইনারি চালু করতে যাচ্ছে ‘বসুন্ধরা’ গ্রুপ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ মাসেই এই রিফাইনারিতে উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
সোমবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা হলে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এতথ্য জানান।
অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর বলেন, ‘গোল্ড রিফাইনারির উৎপাদন শুরু হলে বাংলাদেশ হবে স্বর্ণ রপ্তানিকারক দেশ। স্বর্ণ রপ্তানি শুরু হলে আগামী ১০ বছরের মধ্যে এ ব্যবসা দেশের তৈরি পোশাক রপ্তানিকে ছাড়িয়ে যেতে পারে।’
অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ লেনদেন প্রথম শুরু হবে স্বর্ণ দিয়ে। আর এ কারণেই বাজুসের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এজন্য বাজুসকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা পরিকল্পনা করেছি, ঐতিহাসিক এই যাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে উদ্বোধন করতে।’
এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী বলেন, ‘এখন বাংলাদেশে গোল্ড প্রসেসিং ইন্ডাষ্ট্রি হবে। বাংলাদেশ থেকে স্বর্ণ রপ্তানি হবে শুনতেই ভালো লাগছে। আমি মনে করি, এই জুয়েলারি শিল্প সফল হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, বাজুস সহ-সভাপতি গুলজার আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, বাজুস চট্টগ্রাম সাধারণ সম্পাদক প্রণব কুমার সাহা, মৃণাল কান্তি ধর, নোয়াখালীর বাজুস সভাপতি আবুল হোসেন, রাঙামাটির বাজুস সভাপতি মৃদুল দত্ত, লক্ষ্মীপুর সভাপতি হরিহর পাল, বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ওয়ালিদ সোবহান প্রমুখ।