সারা বাংলা

রংপুরে বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রংপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটনের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।

এর আগে, মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে তিন পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে রাতেই কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, ‘পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’