রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে সুখেন চাকমা (২০) নামে একজন নিহত হয়েছেন।এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সজীব চাকমা (২২) নামের অপর এক যুবক। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের দুর্গম নিউলংকর দাড়ি পাড়া গ্রামের মিড পয়েন্টে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত নিউ লংকর এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত ও নিহত দুজনেই পেশায় মোটরসাইকেল চালক ও সম্পর্কে চাচাতো ভাই। তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক।
এদিকে, এই ঘটনার জন্য পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন জেএসএস (সন্তু) বাঘাইছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, একজন নিহত ও আরেকজন আহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে দিকে রওনা দিয়েছে। আমরা সংবাদ পাওয়ার পরপরই এলাকায় নজরদারি বাড়িয়েছি।