সারা বাংলা

কুমিল্লায় ককটেলসহ আটক ৪

কুমিল্লা বিসিক শিল্প নগরী এলাকায় দেশি অস্ত্র, ককটেল ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগিচাগাঁও  এলাকার নয়ন চক্রবর্তী (২৩), অশোকতলা বিসিক এলাকার রবিউল হোসেন (২২), একই এলাকার ইয়াছিন হোসেন মাসুম, দৌলতপুর কলনী এলাকার গোলাম হোসেন সজিব (২২)।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, আমরা কুমিল্লা বিসিক শিল্পনগরীতে অভিযান পরিচালনা করি। এসময় চার যুবককে আমরা আটক করি। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশি অস্ত্র, ১৪ টি ককটেল ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।