মুন্সীগঞ্জে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে বহিরাগত এক ব্যক্তির ব্লেডের আঘাতে মোহাম্মদ আলী (৫৭) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আদালতের তৃতীয় তলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য মোহাম্মদ আলীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী মো. জালালকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইনচার্জ মো. জামাল হোসেন।
তিনি বলেন, ‘দুপুরে এজলাসের বিচারিক কার্যক্রম চলছিল। এসময় জালাল নামের ওই বহিরাগত পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধারালো ব্লেড দিয়ে মোহাম্মদ আলীর পিঠে আঘাত করেন তিনি। এতে মোহাম্মদ আলী গুরুতর জখম হন। এসময় অন্য পুলিশ সদস্যরা জালালকে আটক করেন।’
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান বলেন, ‘পুলিশ সদস্য মোহাম্মদ আলীর পিঠে ও কনুইয়ে আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।’