সারা বাংলা

ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ 

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠিতে সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনের আমতলা সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তরা দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হওয়া বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অন্য নেতাদের মুক্তির দাবি জানান।