সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ১৩০ ফুট আর্জেন্টিনার পতাকা নিয়ে র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জয়ের পর রাতে সমর্থকরা ১৩০ ফুটের আর্জেন্টিনা পতাকা নিয়ে র‍্যালি করেছে। 

রোববার (১৮ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ের পরপরই তারা পতাকা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

পতাকা নিয়ে সামনের সারিতেই ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক তানভির। তিনি আনন্দে উল্লাসিত হয়ে বলেন, কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা। টাইব্রেকারে ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা। ৩৬ বছরে এই শিরোপা জয়ের আনন্দে র‍্যালি বের করেছি।'

রাকিব নামের আরেকজন সমর্থক বলেন, মেসির শেষ বিশ্বকাপ ছিল এটা। মন থেকে চেয়েছিলাম আর্জেন্টিনা জিতুক। আমার মনের আশা পূর্ণ হয়েছে।

সোলাইমান নামের আরেক সমর্থক বলেন, উভয় দলই ভালো খেলেছে। খেলা দেখে বুঝেছি সবাই নিজের নিজেরটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা এটাই চেয়েছিলাম মেসির হাতে বিশ্বকাপের ছোয়া লাগুক। 

এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় বড়পর্দায় খেলা দেখতে দেখা গেছে সমর্থকদের। তা ছাড়াও শহরের মুরগির দোকানগুলোতে অন্যান্য দিনের চেয়ে বেশি পরিমাণে মুরগি বিকিয়েছেন ব্যবসায়ীরা।