গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সাড়ে ৭ টার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ফায়ার কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আমরা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। এখন ডিবিএলের ১ ইউনিট ও জয়দেবপুরের ২ ইউনিটসহ মোট ৩টি ইউনিট কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তবে আগুন কিভাবে লেগেছে এটা এখনো জানতে পারিনি।