বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাচাই বাছাইয়ে টিকলে দুই আসন থেকে নির্বাচন করবেন তিনি।
দুই আসন থেকে কেন নির্বাচন করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুই আসনের ভোটাররাই আমাকে ভালোবাসেন। এর মধ্যে, একটি আমার নিজের আসন, অপরটি থেকে এর আগে নির্বাচন করেছি।’
তিনি আরো বলেন, ‘দুই আসন থেকে নির্বাচন না করলে ভক্ত এবং ভোটাররা মন খারাপ করবেন। তাদের মন রক্ষার্থেই দুই আসন থেকে নির্বাচন করতে চাই।’
এদিকে, ওই দুই আসনের ভোটারদের সঙ্গে কথা বলে হিরো আলমের এই বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায়নি। খোদ তার নিজের এলাকার ভোটাররাই হিরো আলমের নির্বাচনে দাঁড়ানোকে বাঁকা চোখে দেখছেন। তবে কেউ কেউ তার এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।