কক্সবাজারের উখিয়া ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো. রশিদ দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে ওই ক্যাম্পের এ/৫ ব্লকে ঘটনাটি ঘটে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ফারুক আহমেদ জানান, শনিবার রাতে ৩ জন দুষ্কৃতকারী মো. রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি তার দ্বিতীয় স্ত্রীর ঘর ক্যাম্প-১৫ এর এ/৫ ব্লকে অবস্থান করছিলেন। আহত অবস্থায় তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।