হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজার নামাজ পড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) তিনি জামিনে মুক্ত হন। আলী আজম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের উম্মত আলীর ছেলে।
আলী আজমের আইনজীবী মো. আনিসুর রহমান বলেন, ‘গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নাজমুন নাহারের কাছে জামিনের আবেদন করা হলে তিনি মঞ্জুর করেন। জামিনের কাগজ কারাগারে পাঠানো হলে তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।’
কারাগার থেকে মুক্তির পর আলী আজম বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। আমার মায়ের জানাজায় কী ঘটেছিল, সেটা আপনারা সবাই জানেন। নতুন করে বলার কিছু নেই।’
উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয়ে হামলা, ভাংচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় গত ২ ডিসেম্বর আলী আজমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কারাগারে থাকাকালীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মা মারা যান।
পরের দিন জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন আলী আজম। কিন্তু ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় ২০ ডিসেম্বর তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান বিএনপির এই নেতা।
প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টার দিকে মায়ের জানাজাস্থলে উপস্থিত হন আলী আজম। বেলা ১১টায় হয় জানাজা। মায়ের দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে।
এই পুরোটা সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন আলী আজম। এ ঘটনায় গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে সারাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।