বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে কেন্দ্রের ১৫ কেজি তামার তার চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই তরুণকে গ্রেপ্তার করে খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা। এসময় দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এদিকে, চুরির ওই ঘটনায় রামপাল থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. তানভির (২৪) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের ওবায়দুল্লাহ শেখ (২৩)।
আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে রামপালের সাইলো এলাকায় অভিযান চালানো হয়। এসময় কয়েক ব্যক্তির একটি দলকে দেখে ধাওয়া করা হয়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও গ্রেপ্তার হন দুইজন। পরে তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও ১৫ কেজি তামার তার জব্দ হয়।
তিনি আরও বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।