রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায় ক্যাম্প পরিচালিত হচ্ছে। এ সব ক্যাম্পে বকেয়া পৌরকরের উপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করে পৌরকর গ্রহণ করা হচ্ছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাসিকের রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মহানগরীর বিভিন্ন মার্কেটের সামনে ক্যাম্প স্থাপন করে ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ক্যাম্পে সীমিত সময়ের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের উপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হয়েছে।
সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণ করে নগরবাসীকে পৌরকর পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।