সারা বাংলা

চট্টগ্রামের শীর্ষ ঋণ খেলাপি জসিম উদ্দিন গ্রেপ্তার 

চট্টগ্রামের শীর্ষ ঋণ খেলাপি রাইজিং স্টীল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীকে (৬১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের মিডিয়া বিভাগ থেকে গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মোহাম্মদআলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বিএনপির  কারাবন্দী নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই। তার বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংক থেকে ৩২৫ কোটি টাকা আত্মসাতের দায়ে দুদকের মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ জুলাই ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে দুদক চট্টগ্রামের হালিশহর থানায় একটি মামলা করে। মামলাটি বর্তমানে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দীন চৌধুরীকে ৩ নম্বর আসামি করে ২০১৭ সালে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিট গঠনের পর থেকেই জসিম উদ্দিন চৌধুরী পলাতক ছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মোহাম্মদআলী বাজার এলাকা থেকে জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।