বগুড়ার শাজাহানপুরে পাঁচ বছরের শিশু রোমানকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম রায়ের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শাজাহানপুর উপজেলার চোপিনগর দক্ষিণ পাড়ার আব্দুল মাজেদ ও ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুল খালেক। তারা দুজনই পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন, ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুর রাজ্জাক। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, রোমানের বাবা এবং দাদার সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে ২০১১ সালের ২৪ আগস্ট রোমানকে শ্বাসরোধে হত্যা করেন খালেক ও মাজেদ। আর, হত্যাকাণ্ডে তাদের সহযোগিতা করেন আব্দুর রাজ্জাক। পরে খলিল নামের এক ব্যক্তির সেপটিক ট্যাংকে রোমানের লাশ গুম করা হয়।
এদিকে, রোমানকে খুঁজে না পেয়ে তার বাবা মাহবুর রহমান শাজাহানপুর থানায় নিখোঁজের অভিযোগ করেন। পরবর্তীতে খালেকের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
একপর্যায়ে রোমানকে হত্যার কথা স্বীকার করেন তিনি এবং ঘটনার সঙ্গে জড়িত মাজেদ ও রাজ্জাকের নাম বলেন। পরে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।
আইনজীবী জহুরুল ইসলাম বলেন, ‘আসামিরা হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আব্দুল খালেক ও আব্দুল মাজেদকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আর অপর আসামি আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।’