সারা বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ রফিক  (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ মার্চ) দুপুরে ১৯ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দুপুরে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল রোহিঙ্গা যুবক রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ওই যুবককে গুলি করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।’