সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাসা থেকে রোববার (১২ মার্চ) দিবাগত রাত ৩টায় তাকে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আরিফুল হক। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসক ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে রয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে মেয়র হঠাৎ অসুস্থতা অনুভব করলে থাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের তিনি হাসপাতালের কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় নগরবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।