সারা বাংলা

জনগণ চাইলে নির্বাচন করব: জাহাঙ্গীর

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান। তবে, দলীয় মনোনয়ন না পেলেও জনগণ চাইলে নির্বাচন করবেন বলে জানিয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, ‘এলাকার নাগরিক ও ভোটার যদি চায়, তবে আমি তাদের নিরাশ করব না। তারা চাইলে আমি নির্বাচন করব। জনগণ চাইলেই কেবল মেয়র পদে নির্বাচন করব।’

এর আগে, গাজীপুর সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে আজমত, জাহাঙ্গীরসহ দলটির ১৭ নেতা আবেদন করেন। শনিবার (১৫ এপ্রিল) দলীয় মনোনয়ন বোর্ডের সভায় আজমত উল্লাহ খানের নাম ঘোষণা করা হয়।

দলীয় সিদ্ধান্ত পাওয়ার পর আজমত উল্লা খান সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আমার ১৮ বছরের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আশা করি, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’

তিনি আরও বলেন, ‘দলের প্রার্থী হওয়ার ইচ্ছে অনেকের থাকতে পারে, এটাই স্বাভাবিক। আমি মনোনয়ন জমা দেওয়ার আগে সবার সঙ্গে কথা বলেছি। বলেছি, চলেন একমত হই। দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করব। ইতোমধ্যে অনেকে একমত হয়েছে। আবার অনেকে অনেক কথা বলছেন। কিন্তু গাজীপুর মহানগর আওয়ামী লীগ এক এবং অভিন্ন।’

উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭শে এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৩০শে এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ই মে, প্রতীক বরাদ্দ ৯ই মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫শে মে।