সারা বাংলা

অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

পাবনার ভাঙ্গুড়ায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় ওসমান গনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা বাজারের বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া ওসমান আলী উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা গ্রামের কোরবান আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওসমান তার দাদা আব্দুল আজিজের সঙ্গে ভেড়ামারা বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। এ সময় ফরিদপুরের দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় ওসমানকে চাপা দেয়। এতে ওসমান মাথায় আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়রা বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, শিশুকে চাপা দেওয়ার পরে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরিবার চাইলে মামলা রুজু করা হবে।