গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আজমত উল্লাকে আগামী ৭ মে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাক্কালে সভা, মিছিল ও শোডাউনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়। সিটি কর্পোরেশন নির্বাচন আইন লঙ্ঘনের জন্য বিধিমালা ৩১ অনুযায়ী দণ্ডাদেশ বা বিধি ৩২ অনুযায়ী অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কেন আজমত উল্লার প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে নির্বাচন কমিশনে সশরীরে উপস্থিত হয়ে আগামী ৭ মে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হলো।