সারা বাংলা

যুবলীগ নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যার দুদিন পর ৯ জনের নাম উল্লেখ ও নাম না জানা ৮ জনকে আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলাটি করেন। 

আরও পড়ুন: কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

দাউদকান্দি মডেল থানার (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের স্ত্রী রাতে মামলাটি করেন। আমরা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।

প্রসঙ্গত, গত রোববার রাত ৮টার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় সন্ত্রাসীরা গুলি চালায়। এতে জামাল হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।