রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাপা নেতারা। এ সময় সাইফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন না।
সাইফুল ইসলাম স্বপন জানান, আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২০ কিংবা ২১ তারিখে মনোনয়নপত্র দাখিল করব। এরপর প্রতীক বরাদ্দ হলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাপা ছাড়াও আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে। ইতোমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে।
দ্বিতীয় প্রার্থী হিসেবে জাপার সাইফুল ইসলাম স্বপন মনোনয়ন তুললেন। তবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম ফারুকীর মনোনয়নপত্র এখনো তোলা হয়নি।