মুন্সীগঞ্জের পদ্মায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাচ্ছে ডলফিন। লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের পদ্মা নদীর চরে ৪ ফুট দীর্ঘ একটি মৃত ডলফিন ভেসে এসেছে।
শুক্রবার (১২ মে) বিকেলে গাওদিয়া বাজারের দক্ষিণ পাশে পদ্মা নদীতে ডলফিনটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন এলাকাবাসী।
শ্রীনগর ও লৌহজংয়ের বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে গত ক'দিন পূর্বে পদ্মা নদীর কোন স্থানে ডলফিনটি মাছ ধরার জালের আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। পরে জোয়ারের পানিতে ভেসে এসে ভাটায় চরে আটকে যায়। এটি দৈর্ঘ্যে ৪ ফুট ও প্রস্থে ১ ফুট। ডলফিনটির ওজন আনুমানিক ৬০ কেজি। পরে এটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল বলেন, উপজেলা বন কর্মকর্তা মৃত জলজ প্রাণিটিকে ডলফিন হিসেবে চিহ্নিত করেছে। এটা কিভাবে মারা গেছে তা আমরা নিশ্চিত নই। তবে ধারণা করছি মাছ ধরার জালের আঘাতে মারা যেতে পারে। যে বা যারা এই বিপন্ন প্রাণিটির মৃত্যুর জন্য দায়ী আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। তাদের খুঁজে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোন জেলে বা সাধারণ মানুষ যেন এই প্রাণী হত্যা না করে সেজন্য এলাকার মানুষদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হবে।