সারা বাংলা

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় মানবিকে দেশ সেরা  সিসরাত জাহান

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সিসরাত জাহান। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৩.২৫। 

সিসরাত জাহান কুড়িগ্রাম পৌর শহরের হিঙ্গনরায় হাটির পাড় এলাকার ব্যবসায়ী মো. বাদল মিয়ার মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে সিসরাত জাহান সবার ছোট।

খোঁজ নিয়ে জানা গেছে, সিসরাত জাহান কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন। গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সিসরাত জাহান বলেন, ‘প্রথম হওয়ার খবর শুনে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। প্রথমে বাবাকে, তারপর মাকে জানিয়েছি। পরিশ্রম সার্থক হয়েছে। আমার প্রথম লক্ষ্য ছিল ভালো নম্বর অর্জন করে উত্তীর্ণ হওয়া। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আমি পেরেছি। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। বিষয় নিয়ে সেভাবে ভাবিনি। প্রথম সারির বিষয়ের মধ্যে আইন বিভাগে পড়ার আগ্রহটা বেশি। তবে ইংরেজিও আমার পছন্দের তালিকায় রয়েছে।’ 

সিসরাত জাহানের বাবা মো. বাদল মিয়া বলেন, ‘আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া আমার মেয়ের পরিশ্রম বিফলে যায়নি। আমি আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই। সে যেন তার লক্ষ্যে পৌছাঁতে পারে। তার ইচ্ছে আইন বিভাগে পড়াশোনা করা।’

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘সিসরাত জাহান আমাদের কলেজে থেকে এইচএসএসসি পরিক্ষা উত্তীর্ণ হয়েছে। সে খুবই মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার আগামী জীবনের সফলতা কামনা করছি।’