গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন জিতেছেন বলে দাবি করেছেন তার নির্বাচন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘আমরা ওয়ার্ডভিত্তিক যে রেজাল্ট পেয়েছি, তাতে আমার মা জায়েদা খাতুন হাজার হাজার ভোটে জয়লাভ করেছেন। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে যাচ্ছি, কেন আমাদের প্রিন্টসহ ফলাফল দিচ্ছে না।’
জাহাঙ্গীর আলম বলেন, ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। সেই হিসেবে সন্ধ্যায় ফল দেওয়ার কথা। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও এখনো কেন ফলাফল দেওয়া হচ্ছে না?’
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মেয়র বলেন, ‘গাজীপুরের মানুষ তাদের মতামত দিয়েছে, তারা আমার মাকে ভোট দিয়েছেন। আমার মা জয়লাভ করেছে। আমার মায়ের কোনও এজেন্ট ছিল না, প্রচার ছিল না, নেতা ছিল না। তারপরও শহরের লাখ লাখ মানুষ মাকে ভোট দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছি, কারণ কোনও ফল যেন হাতে লিখে না দেয়। আমি ইভিএম মেশিনের কপি চাই। নির্বাচন কমিশনার এবং সরকার চেয়েছে একটু সুষ্ঠু নির্বাচন, তাই ফলাফল টা দ্রুত দিক। দিনে ভোট হয়েছে দিনে রেজাল্ট দিবে। যদি তাই না হয়, তাহলে তো ব্যালটেই ভোট হতো।’