প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় গ্রেপ্তার আবু সাঈদ চাঁদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।
মানববন্ধনে রুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, রুয়েট শাখা ছাত্রলীগ, কর্মচারী সমিতি, স্বাধীনতা কর্মচারী পরিষদের সদস্যসহ সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলী হোসেন, বঙ্গবন্ধু পরিষদের রুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুজ্জামন রিপন, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, রুয়েট ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু প্রমুখ।
মানববন্ধন সঞ্চালনা করেন কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ।