বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২ জুন ভোটগ্রহণের দিন যতই এগিয়ে আসছে, ততই প্রার্থীদের ব্যস্ততা বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক আর সভা-মতবিনিময়ের মধ্য দিয়ে সময় পার করছেন। ভোটরদের কাছে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়াচ্ছেন তারা।
আজ রোববার (২৮ মে) সকালে নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর কলোনিতে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এ সময় তিনি বাসিন্দাদের নানা সমস্যা সমাধানে আশ্বাস দেন। নৌকার উপর ভরসা না রেখে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ইকবাল হোসেন তাপস বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিপক্ষে কথা বলে, ঘড়ি মার্কা নিয়ে জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে বললেন, প্রধানমন্ত্রী ও নৌকার জয় হয়েছে। ভোটের আগে এসব গান গেয়ে ভোট চাইতেন তখন জনগণের রায় দেখতেন। আমরা একই দৃশ্য বরিশালের ভোটে দেখতে পাচ্ছি।’
বেলা ১১টায় নগরীর স্ব-রোড সোনালী আইসক্রিম মোড় এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গণসংযোগের সময় তিনি বলেন, ‘বরিশালের মানুষ মশার উপদ্রবে অতিষ্ঠ। এ বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাবে ডেঙ্গুসহ মশকবাহী অন্যান্য রোগের ঘাণি টানছে বরিশাল নগরবাসী। নগরীর সব ধরণের ট্যাক্স দেওয়ার পরও মৌলিক সুবিধা নিশ্চিত করতে না পারায় নগর কর্তৃপক্ষের ওপর সন্তুষ্ট নন নগরবাসী। বিশেষত বর্ধিত এলাকায় পর্যাপ্ত নাগরিক সুবিধা না থাকা সত্বেও সিটি কর্পোরেশন নির্ধারিত ট্যাক্সের বোঝা বহন করতে হচ্ছে তাদের। নগরবাসী আমার ওপর আস্থা রেখে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে মশক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।’
এদিকে সকাল সাড়ে ১০টায় নগরীর অভিজাত হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নেতাসহ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এরপর তিনি নগরীর চকবাজর ও বাজার রোড এলাকাতে গণসংযোগ করেন। বিকেলে তিনি কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উঠান বৈঠক করেন। ওই উঠান বৈঠকে তিনি বলেন, ‘বরিশালে কখনও ব্যবসার পরিবেশ তৈরি করা হয়নি। অথচ ব্যবসা হচ্ছে অর্থনীতির মুল চালিকা শক্তি। বিগত দিনের এই ব্যর্থতা আমি নির্বাচিত হলে ঘোচানোর চেষ্টা করবো। বরিশালে শিল্প এলাকা আছে কিন্তু শিল্প কারখানা নেই। অথচ সরকার ব্যবসার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। যার প্রমাণ দেশে এখন চারটি পোর্ট রয়েছে। বরিশালের ব্যবসায়ীরা নানা প্রতিকুলতার শিকার হচ্ছেন। বিশেষ করে বিসিকের ব্যবসায়ীরা। যা সভ্য দেশে কাম্য নয়। আমি নির্বাচিত হলে ব্যবসাবান্ধব নগরী গড়া হবে।’
এছাড়া বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৩নং ওয়ার্ডের জোড় মসজিদ এবং কাউনিয়া হাউজিং ও টেক্সটাইল এলাকায় গণসংযোগ করেন। তবে অন্য তিন মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণা নগরীতে দেখা যায়নি।
আগামী ১২ জুন বরিশাল সিটিতে ১২৬টি কেন্দ্রের ৯৯৪টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এবার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।