গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখার ভল্ট থেকে ১৪ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ মে) মধ্য রাতে এ ঘটনা ঘটে ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত করকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি রজস্যজনক মনে হওয়ায় শাখাটির নৈশপ্রহরী জুয়েল মিয়াসহ সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক কিংবা মামলা হয়নি। ব্যাংকের নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, গভীর রাতে একদল ডাকাত কৌশলে ব্যাংকের গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ভোল্টের তালা খুলে প্রায় ১৪ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়।
শাখা ব্যবস্থাপক মোছা. জেসমিন আক্তার জানান, প্রতিদিনের মতো শনিবার (২৭ মে) ভল্ট বন্ধ করে বাড়ি যান। সকালে ব্যাংকে এসে নৈশপ্রহরীর কাছ থেকে ডাকাতির বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে গাইবান্ধার জ্যেষ্ঠ পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।