৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় একটি ট্রলারসহ ৫ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত জব্দ করা ট্রলারটি নিলামে ৮৮ হাজার টাকায় বিক্রি করে দেন। এছাড়া আটক জেলেদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৮ মে) রাত ১০টার দিকে বরগুনার তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপার ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
জরিমানা হওয়া জেলেরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নেয়ামুল হোসেন (৪৮), আমজাদ হোসেন (৫৭), মাহমুদ হাওলাদার (৩৮), ফিরোজ মোল্লা (৫০), বুলবুল মোল্লা (৪৬)।
এর আগে নিদ্রা-ছকিনা দক্ষিণ স্টেশন কোষ্টগার্ড বঙ্গোপসাগরের বরইয়াচর স্থান থেকে ট্রলারসহ তাদের আটক করে।
ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় প্রত্যেক জেলেকে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।