পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইয়ান হোসেন খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মিলবাড়ি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়ান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টেংরাখালী গ্রামের মো. কামাল হোসেন খানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরের দিকে এক তরুণ স্থানীয় সিদ্দিক খানের বাড়ির সামনে পড়ে থাকা তারে বৈদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে স্থানীয় ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল জানান, ওই তরুণকে মৃত্য অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ইয়ান হোসেন নামের এক তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।