সারা বাংলা

জেলের জালে ধরা পড়লো সী ব্রীম মাছ

পটুয়াখালীর কলাপাড়ায় আবদুল মান্নান (৫০) নামের এক জেলের জালে ধরা পড়েছে সী ব্রীম প্রজাতির একটি মাছ। সাদা, হলুদ, কালো ও আকাশী বর্ণের দেখতে এ মাছটি বুধবার (৩১ মে) দুপুরে বুড়োজালিয়া সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় ধরা পড়ে। এর ওজন ছিলো ৩৫০ গ্রাম। এদিকে, এ প্রজাতির মাছ এর আগে কখনো পটুয়াখালী উপকূলে ধরা পড়েনি বলে জানিয়েছেন জেলেরা।

জেলে আবদুল মান্নান জানান, আজ দুপুরে লালুয়া ইউনিয়নের বুড়োজালিয়া গ্রামের আবদুল মান্নান এবং রিপন হাওলাদারকে নিয়ে নৌকায় করে রাবনাবাদ নদী মোহনায় মাছ শিকারে যান তিনি। নদীতে জাল ফেলার কিছু সময় পর জালের ফাঁসে আজব এক মাছ ঝুলতে দেখেন তারা। বিষাক্ত ভেবে প্রথমে ছুঁতে না চাইলেও পরে কাপড় দিয়ে ধরে মাছটি নৌকায় তুলে নেন তারা। মাছটি গ্রামে আনা হলে মুহূর্তেই উৎসুক মানুষ ভিড় জমান সেটিকে দেখতে। স্থানীয় বাসিন্দারা কেউ চিনতে না পারায় এবং ক্রেতা না থাকায় মাছটিকে পরে নদীতে ফেলে দেন জেলেরা।

জেলে রিপন হাওলাদার জানান, জালে প্রথমে মাছটি দেখে ভেবেছিলাম রং করা কোন বস্তু হবে হয়তো। পরে দেখলাম একটা মাছ। তবে আগে কোনদিন এই মাছ দেখিনি। মাছটির চাহিদা না থাকায় বিষাক্ত ভেবে আমরা আবার মাছটি নদীতে ফেলে দেই।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এটি সী ব্রীম প্রজাতির একটি সামুদ্রিক মাছ। প্রবাল দ্বীপ এলাকায় এদের পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম (Acanthurus lineatus)। একেকটা মাছ ৪ থেকে ৫ কেজি পর্যন্ত হতে পারে। একটি মাত্র কাঁটাযুক্ত মাছগুলো থাইল্যান্ডে জনপ্রিয় একটি খাবার। এরা বিভিন্ন কালারের হয়ে থাকে। তবে বাংলাদেশের কক্সবাজার এলাকায় মাঝে মধ্যে এই মাছ দেখা যায় এবং ফিশ ফ্রাই দোকানে বিক্রি হয়ে থাকে। 

তিনি আরও জানান, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এর আগে এই মাছ ধরা পড়েছি কিনা সেটা আমরা জানা নেই।