চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানের পর হত্যার হুমকি পেয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৮টা ৪৬ ও ৪৮ মিনিটে দুবার কল করে তাকে এই হুমকি দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম মহানগরীতে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন প্রতীক দত্ত। এর প্রেক্ষিতেই তিনি হত্যার হুমকি পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আমাদের একজন ম্যাজিস্ট্রেটকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’