ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে ১২টি গরু ও ৩টি ভেড়াসহ মো. শাহজাহান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান সদর উপজেলার মাছিহাতা কাঞ্চনপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে। শাহজাহান মিয়া পেশায় একজন কৃষক।
মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এসময় জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক শাহজাহান মারা যায়। পাশাপাশি একই সময়ে খেওয়াই গ্রামে মাঠে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে গ্রামের কৃষক মনা ভূঁইয়ার ৩টি গরু মারা যায়।
বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, বৃহস্পতিবার তিনটার দিকে হঠাৎ বজ্রপাতে শ্রীপুর গ্রামের আনোয়ার মিয়ার ৯টি গরু ও একই গ্রামের জামাল মিয়ার ৩টি ভেড়া মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন রাত সাড়ে ৭টায় বলেন, আমি আপনার মাধ্যমে জানতে পেরেছি। ৯টি গরু ও ৩টি ভেড়া মারা গেছেন অথচ স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান আমাকে কেউ জানায়নি। আমি খবর নিচ্ছি।