পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ৫ ফুট দৈর্ঘ্যের ইরাবতী ডলফিনটির পেটের অংশে ফাটা রয়েছে এবং লেজের অংশে দাগ দেখা যাচ্ছে।
রোববার (২৫ জুন) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ফ্রাই মার্কেট সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।
তিনি বলেন, ‘বিকেলে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ডলফিনটি এখানে পরে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে এসেছে।’
ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজ ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করবো।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে জেনেছি, এখন আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে এটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি।’
এর আগে, গত ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দুটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।