ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও একজন।
সোমবার (৩ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, জাহাজের সুপার ভাইজার মাসুদুর রহমান বেলাল ও মাস্টার রুহুল আমীন। এর আগে গতকাল গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। জাহাজের ড্রাইভার আকরাম খান এখনও নিখোঁজ রয়েছেন। এর আগে সোমবার (৩ জুলাই) সকাল থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। এতে অংশ নেয় বরিশালের ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের ও বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভিক’।
গত বুধবার সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর প্রান্তে ১ জুলাই শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লাগে। আগুনে দগ্ধ হন চার জন। নিখোঁজ হন চার জন।