সারা বাংলা

সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ: দগ্ধ দুই পুলিশ সদস্যকে ঢাকায় প্রেরণ

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ‘সাগর নন্দিনী ২’ জাহাজে ফের বিস্ফোরণের ঘটনায় আহত ১১ জনের মধ্যে দুই পুলিশ সদস্যকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সোমবার (৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে তাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুটি অ্যাম্বুলেন্স। আহত পুলিশ সদস্যরা হলেন- ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল শওকত জামিন (২৪) ও দীপ  সমাদ্দার (২৫)।

এছাড়া, ওই জাহাজের সুকানি শওকত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত বাকি আটজন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আছেন।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে নোঙর করে রাখা সাগর নন্দিনী ২ থেকে সাগর নন্দিনী ৪ জাহাজে তেল অপসারণ করা হচ্ছিল। এ সময় সাগর নন্দিনী ২ জাহাজে পুনরায় বিস্ফোরণ হয়। এতে জাহাজটিতে আগুন লেগে যায়।