প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের (৬৫) ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ জুলাই) সকালে পুলিশ গ্রেপ্তার চাঁদকে মাগুরা জেলা জজ আদালতে হাজির করার সময় ঘটনাটি ঘটে।
মাগুরায় জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের দায়ের করা মামলায় চাঁদকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, চাঁদকে আদালতে আনা হলে আদালত চত্বরে উপস্থিত কিছু মানুষ তাকে লক্ষ্য করে জুতা-স্যান্ডেল নিক্ষেপ করে। এসময় পুলিশ সদস্য মফিজুর রহমান উত্তেজিতদের সরিয়ে দিতে গেলে আহত হন।পরে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকিদাতা চাঁদকে মাগুরায় আনা হয়েছে। আজকে মামলার শুনানি ছিল। আদালত তাকে গ্রেপ্তার দেখিয়েছেন। এ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন। আসামি পক্ষের আইজীবী তার (চাঁদ) জামিন চেয়েছেন। আদালত আগামীকাল সোমবার (১৭ জুলাই) শুনানির দিন ধার্য রেখেছেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াশীকুর রহমান কল্লোল বলেন, আমরা চাঁদের জামিন আবেদন করেছিলাম। সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হুমায়ুন কবির জমিন আবেদন নথিভুক্ত রেখেছেন। আগামীকাল শুনানি হবে।
মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস) মো. তোফাজ্জল হোসেন বলেন, একটি মামলায় রাজশাহী বিএনপি নেতা আবু সাইদ চাদঁকে মাগুরা আদালতে হাজির করা হয়। আদালতে ঢোকার সময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা-স্যান্ডেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ হাবিলদার মফিজ আহত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ছেড়ে দেওয়া হয়। আদালত প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছিল।