পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে একটি মৃত ইরাবতি ডলফিন। রোববার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে সৈকতের ঝাউবন সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, মারা যাওয়া ডলফিনটির দৈর্ঘ্য ছিল ৬ফুট, প্রস্থ ছিল দেড় ফুট।
ডলফিন রক্ষা কমিটির সদস্য জনি আলমগীর বলেন, বিকেলে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পরে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি বিকেলের দিকে হওয়া জোয়ারে প্রাণীটি সৈকতে ভেসে এসেছে।
তিনি আরও জানান, প্রাণীটির শরীরের চামড়া কিছুটা উঠে গেছে। জেলেদেরর জালের আঘাতে এটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারন ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনবিভাগকে অবগত করে আমাদের সদস্যরা। পরে ডলফিনটি নিরাপদ স্থানে মাটি চাপা দেওয়া হয়।