সারা বাংলা

বুয়েটের ৩১ শিক্ষার্থীর জামিন মঞ্জুর 

রাষ্ট্রবিরোধী বৈঠকের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ আগস্ট) দুপুর ১টায় সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিক তাদের জামিন মঞ্জুর করেন।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান বাবুল রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের জন্য আজ আমরা জামিন আবেদন করি। আদালত আমাদের আবেদন শুনেছেন, সরকারপক্ষও শুনেছেন। ইতোমধ্যে রিমান্ডের আবেদন এসেছিল। আদালত রিমান্ডের শুনানিও করছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে দুজন শিশু আছে। এই শিশুদের জন্যও আমরা জামিনের প্রার্থনা করেছি। শিশুদের বিষয়ে শুনানি হবে শিশু আদালতে। আমরা আজকেই শুনানি করব। আশা করি, আমরা ন্যায়বিচার পাবো। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ৩১ জনসহ মোট ৩২ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওরে। বেড়ানোর একপর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুন বাজারের সামনে নৌকাটি আটক করে পুলিশের দুটি স্পিডবোট। এসব শিক্ষার্থীসহ ৩৪ জনকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সোমবার তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করেন। 

বুয়েটের ওই শিক্ষার্থীরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই টাঙ্গুয়ার হাওরে এসেছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।