সারা বাংলা

সাঈদীর মরদেহ পিরোজপুরে, বাদ জোহর জানাজা

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে পৌঁছেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স সাঈদী ফাউন্ডেশনে পৌঁছায়।

এদিকে, পিরোজপুরে দেলাওয়ার হোসেন সাঈদী প্রতিষ্ঠিত ‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’ প্রাঙ্গণে সকাল থেকেই জড়ো হয় তার ভক্তসহ সাধারণ মানুষ।

স্থানীয় জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, জোহরের নামাজ শেষে জানাজা সম্পন্ন করে বড় ছেলে রাফিক বিন সাঈদীর কবরের পাশে সাঈদীকে দাফন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে তার কবর খোঁড়া হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন গণমাধ্যমকে জানান, সাঈদীর মৃত্যুর পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়।

পড়ুন

বড় ছেলের কবরের পাশে সাঈদীকে দাফনের প্রস্তুতি

সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়া হচ্ছে

মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী