সারা বাংলা

বগুড়ার ডিসির নম্বর ক্লোন করে চাঁদা দাবি 

বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবকে কল দিয়ে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ‌্যায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, এটি একটি প্রতারণা ও জালিয়াতিমূলক অপকর্ম। এই অপকর্ম থেকে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। জেলা প্রশাসক, বগুড়ার নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে যদি কারো কাছে কেউ কোনো কিছু দাবি করে বা কোনো সেবা দেওয়ার কথা বলে অর্থ বা ঘুষ দাবি করে তাহলে কোনো অবস্থাতেই এই ধরনের অবৈধ লেনদেন না করার জন্য অনুরোধ করছি।

তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হবে। এছাড়া, সংশ্লিষ্ট মোবাইল অপারেটরকে সমায়িকভাবে এই নম্বরটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে।