সারা বাংলা

দুই ডিমের আড়তদারকে ১৪ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভাউচার সংরক্ষণ না করায় ডিমের দুই আড়তদারকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

মেহেদী হাসান বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান চালানো হচ্ছে। আজ দুপুরে শহরের আনন্দ বাজারের ডিমের আড়তগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ডিম ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় এক আড়তদারকে ৪ হাজার টাকা ও  অপর অপর আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।