বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হতদরিদ্র ২৫০০ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
বুধবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ ভবনে ৬৫০ মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) ২০টি এতিমখানা, কলাপাড়া পৌরসভা, ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের ১৮০০ মানুষের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
হতদরিদ্র প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবণ দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক শহীদ উল্লাহ ভূইয়া ও সহকারী ব্যবস্থাপক তাকিব বিন রউফ সহ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।
টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, এলাকায় অনেক অসহায় ও দুস্থ মানুষ রয়েছে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব জানান, প্রতি বছরই বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের সহায়তা করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর আড়াই হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনেক গরিব মানুষের বসতঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ সহায়তা দেওয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি।