সারা বাংলা

জেলের জালে ধরা পড়ল দুই কেজির ২টি ইলিশ

পটুয়াখালীর মহিপুরে জয়নাল মাঝি (৫০) নামের এক জেলের জালে দুই কেজি ওজনের ২টি ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় মহিপুরের আকন মৎস্য আড়তে এ ইলিশ দুটি আনা হয়। পরে অন্য ইলিশের সঙ্গে ৬৫ হাজার টাকা মন হিসেবে মাছ দুটি নিলামে বিক্রি করা হয়।

জেলে জয়নাল মাঝি বলেন, প্রায় এক সপ্তাহ আগে তাসনিয়া তিহা নামের একটি ট্রলারে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৭ জন জেলে গভীর সাগরে মাছ ধরতে যান। গতকাল পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবীর ছয়বাম সংলগ্ন সাগরে জাল ফেলার পর অন্যান্য ইলিশের সঙ্গে এই মাছ দুটি ধরা পড়ে।

আকন মৎস্য আড়তের সত্ত্বাধিকারী সোহাগ আকন বলেন, চলতি মৌসুমে জেলেদের জালে ধরা এই মাছ দুটির ওজন সবচেয়ে বেশি। জয়নাল মাঝি মোট ৮০ মণ মাছ পেয়েছেন। যা ৩৬ লাখ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এতে মৎস্য আড়তগুলোতে ব্যস্ততা বেড়েছে। আশা করছি শুধু জয়নাল মাঝি নয়, সব জেলের জালে বড় আকারের ইলিশ ধরা পড়বে।