সারা বাংলা

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ৬৫৫ পরীক্ষার্থী

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৬৫৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবার এই শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১০ হাজার ৫৭৯ জন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর মহিলা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের।

বোর্ডে সূত্রে জানা যায়, কুমিল্লা বোর্ডের অধীনে ১৯২টি কেন্দ্রে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমি দিনে ১ লাখ ৯ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

প্রফেসর জামাল নাছের বলেন, এইচএসসি পরীক্ষা উপলক্ষে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন কন্ট্রোল রুম এবং পরিদর্শন টিম রাখা হয়েছে। তারা কেন্দ্রগুলোতে নজরদারি করবেন।