সারা বাংলা

ট্রেন দেখে ব্রিজ থেকে লাফ, হলো না শেষ রক্ষা

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন দেখে রেলব্রিজ থেকে লাফ দিয়েও প্রাণে বাঁচতে পারলেন না বৃদ্ধ আব্দুস সালাম (৬৫)।ব্রিজের পিলারের ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে 

নিহত আব্দুস সালাম ভাঙ্গুড়া উপজেলার পুইবিল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আব্দুস সালাম হেঁটে কৈডাঙ্গা রেলব্রিজ পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি আন্ত:নগর ট্রেন চলে আসে। প্রাণে বাঁচতে সালাম রেলব্রিজ থেকে লাফ দেন। কিন্তু নদীর পানিতে না পড়ে ব্রিজের পিলারের ওপর পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ওসি বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশের। তবুও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। দাফনের জন্য মরদেহ নিহতের স্বজনরা নিয়ে গেছেন।