সারা বাংলা

মাদ্রাসার গাফিলতিতে আলিম পরীক্ষা দেওয়া হলো না রাশেদার  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলমান আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি মাদ্রাসা শিক্ষার্থী রাশেদা বেগম। উপজেলার কাশীরাম আলিম মাদ্রাসার শিক্ষার্থী তিনি। পরিবারের অভিযোগ, মাদ্রাসার অফিস সহকারী রফিকুল ইসলাম মঞ্জুর গাফিলতির কারণে পরীক্ষা দিতে পারল না রাশেদা।

পরীক্ষা দিতে না পারায় রাশেদার মা আমিনা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার বরাবর রোববার (২০ আগস্ট) লিখিত অভিযোগ দিয়েছেন।  

রাশেদাকে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, তার ফরম ফিলাপ হয়নি। মাদ্রাসার অফিস সহকারী রফিকুল ইসলাম মঞ্জুর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ফরম ফিলাপের দিন সার্ভার ছিল না, আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পরীক্ষার্থী রাশেদা বেগমের মা আমিনা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে মাদ্রাসার অফিস সহকারী রফিকুল ইসলাম মঞ্জুর সঙ্গে আমাদের মামলা চলছে। এর জের ধরে আমার মেয়ের জীবনের উন্নতি যেন না হয়, সেই জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।’ 

অফিস সহকারী রফিকুল ইসলাম মঞ্জু বলেন, ‘মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে বলেছিলেন ২৬ তারিখ ফরম ফিলাপের লাস্ট ডেট, কিন্তু সন্ধ্যা বেলায় আমি ফরম ফিলাপ করতে গিয়ে দেখি ২৫ তারিখ ডেট শেষ। সেই কারণে তার ফরম ফিলাপ মিসটেক হয়।’ জমি নিয়ে বিরোধের জেরে এমন করেছেন কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সঙ্গে আমার জমি নিয়ে মামলা রয়েছে। কিন্তু ফরম ফিলাপ না হওয়ার জন্য তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। 

কাশীরাম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান বলেন, ‘রাশেদা ফরম ফিলাপের টাকা দিয়েছে আমি জানি। তবে কী কারণে তার ফরম ফিলাপ হলো না, এ জন্য অফিস সহকারী মঞ্জুকে নোটিশ করেছি। জবাব দিতে না পারলে মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। অভিযোগের বিষয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেব।’